ভারতীয় দুটি যুদ্ধবিমান ভূপাতিত, দাবি পাকিস্তানের
কাশ্মীরের আকাশ থেকে দুটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে পাকিস্তান। এছাড়া এক ভারতীয় পাইলটকে আটক করার কথাও জানিয়েছে তারা।
বুধবার পাকিস্তানের এক সামরিক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।
পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর টুইটারে বলেন, পাকিস্তান সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। এছাড়া ভারতের অংশেও আরেকটি বিধ্বংস্ত হয়েছে।
এর আগে মঙ্গলবার নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে বোমা হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। এ হামলায় ভারত তিনশ’ নিহতের যে দাবি করলেও পাকিস্তান তা প্রত্যাখ্যান করে। মঙ্গলবার পাল্টা হামলার হুমকি দেয় পাকিস্তান।
Please follow and like us: