হাসপাতালে ভর্তি পিআইবি মহাপরিচালক
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর গুরুতর অসুস্থ হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
এদিকে তার রোগমুক্তির জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন স্বজনরা। এ ব্যাপারে পরিবারের সদস্যরা জানান, আগে থেকেই তার কিছু জটিল শারিরীক সমস্যা ছিল। এর মধ্যে গত ২১ ফেব্রুয়ারি আরো নতুন কিছু উপসর্গ দেখা দেয়।
তারা জানান, এমন পরিস্থিতিতে দ্রুত তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেয়ার কথা থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এই মুহূর্তে ভালো।
Please follow and like us: