কলারোয়ায় হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি
কলারোয়ায় মঙ্গলবার সকালে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। মিনিট দশের দাপুটে ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের কবলে পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুলসীডাঙ্গা মুক্তিযোদ্ধা প্রাইমারি স্কুল, দমদম হাইস্কুল, বেত্রবতী হাইস্কুল, কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলসহ অনেক প্রতিষ্ঠানে ক্ষতি হয়েছে। টিন উড়ে গেছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৯টার দিকে প্রচন্ড গতিতে ঝড় কলারোয়া পৌর শহর অতিক্রম করে। এর স্থায়িত্ব ছিলো ৮-১০ মিনিটের মতো। জানা গেছে, ঝড়ের কবলে পড়ে খাসপুর যাত্রী ছাউনির সন্নিকটে জামশেদ আলি নামের (৬৫) এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দমদম হাইস্কুলে টিনের আঘাতে আহত হয় নবম শ্রেণির ছাত্র সোহাগ (১৫)। এদিকে ঝড়ে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বড় আমগাছ উপড়ে গেলে প্রতিষ্ঠানের প্রাচীর, স্লিপার, ফুলের বাগানের ব্যাপক ক্ষতি হয়। প্রধান শিক্ষক মুজিবুর রহমান জানান, শিশুর খেলার জন্য লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত স্লিপারসহ দুই লাখ টাকার বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ ক্ষতিগ্রস্ত স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে রাস্তার পাশের গাছ-গাছালি ভেঙে পড়ে। সেই সাথে ভেঙে পড়ে উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা। কলারোয়া পৌর শহর ছাড়া উপজেলার কোথাও এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি।