দেবহাটায় জাপা’র ভাইস চেয়ারম্যান প্রার্থী বকুলের মনোনয়ন জমা
আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান বকুল মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্ধারিত মনোনয়ন দাখিলের শেষ দিনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার ইকবাল হোসেনের হাতে মনোনয়ন পত্র জমা দেন তিনি। এসময় দেবহাটা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আব্দুল মাহমুদ গাজী,সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল ফজল, সহ-সভাপতি আলহাজ্ব আনছার আলী, আলহাজ্ব ইব্রাহিম গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, জয়দেব বিশ্বাস, কুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আজিজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক ডা: শোকর আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ভুট্টো, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: আমিনুর রহমান, প্রচার সম্পাদক আমজাদ হোসেন, ভূমিহীন নেতা আব্দুল গফফার, নওয়াপাড়া ইউনিয়ন জাতীয় পাটির সাধারণ সম্পাদক আফসার আলী, উপজেলা কৃষক পার্টির সভাপতি মজিদ ঢালী, সাংগঠনিক সম্পাদক বাবর আলী, দেবহাটা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সখিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন মাওলা, পারুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জাহান আলী, সাধারণ সম্পাদক সালাউদ্দীন শরাফী, পারুলিয়া ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর উপজেলা জাতীয় যুব সমাজের সভাপতি মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।