‘কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই’ ক্ষেতমজুর সমিতি
‘কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ বরাদ্দে লুটপাট-অনিয়ম বন্ধ, পল্লী রেশন চালুসহ ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের বাঁচার দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা নির্বহী অফিসার দেবাশিষ চৌধুরী’র নিকট স্মারকলিপি তুলে দেন সিপিবি’র জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি সদর উপজেলার সভাপতি মো. ইয়ার আলী। ক্ষেতমজুরসহ গ্রামের গরিব মানুষের জন্য গ্রামীণ কর্মসূচি ও প্রকল্পের সরকারি বরাদ্দে ব্যাপক লুটপাট এবং এসব প্রকল্পে অনিয়ম দুর্নীতি-লুটপাট ও দলীয় করণের কথা স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, পল্লী রেশন চালু, সারাবছর কাজের নিশ্চয়তাসহ নার্য্য মজুরি না পাওয়া বিষয় ও উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি স্মারকলিপিতে ৯ দফা দাবী উল্লেখ করেন। দাবীগুলি হলঃ গ্রামীণ সরকারি বরাদ্দে লুটপাট-দুর্নীতি বন্ধের ব্যবস্থা নিতে হবে, চালসহ সকল খাদ্য দ্রব্যের দাম কমাতে হবে, অবিলম্বে পল্লী রেশনিং ব্যবস্থা চালু করতে হবে, সারাবছর কাজ ও নার্য্য মজুরি নিশ্চিত করতে হবে, খাস জমি ভূমিহীন ক্ষেতমজুরদের মধ্যে বন্দোবস্ত দিতে হবে, ইসলামপুর চরে একটি প্রাইমারী স্কুল চাই, বাইপাস সড়কের মূল নকশায় ফেরত পেতে হবে ও মেডিকেলের বুক চিরে বাইপাস সড়ক হবেনা।’ স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার (ভুমি) মো. নূর আলম রনি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সদস্য সামছুর গাজী, কওছার গাজী, আমিরুল ইসলাম ও মো. মাছুম মোল্যাসহ নেতৃবৃন্দ।