দেবহাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আ: গনি’র মনোনয়ন জমা
আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল গনি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার নির্বাচন কমিশনের নির্ধারিত মনোনয়ন দাখিলের শেষ দিনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার ইকবাল হোসেনের হাতে মনোনয়ন পত্র জমা দেন তিনি। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান,সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ,যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন,কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আফসার উদ্দীন বাবলু,দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলাম,নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী,পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস,স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কেল্টু,শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন সহ মুলদল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।