সেরা বিদেশি ভাষার ছবির অস্কার জিতলো ‘রোমা’
অস্কারের এবারের আসরে বাজিমাৎ করেছে আলফনসো কুয়ারনের ‘রোমা’। স্প্যানিশ ভাষায় তৈরি ছবিটি আসরের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বিদেশি ভাষার ছবির পুরস্কার জিতেছে।
এই বিভাগে লড়াইয়ের জন্য ৮৭টি ছবি বাছাই করা হয়েছিল। এর মধ্যে শেষ পর্যন্ত টিকে ছিল নয়টি ছবি। কেপারনম (লেবানন), কোল্ড ওয়ার (পোল্যান্ড), নেভার লুক অ্যাওয়ে (জার্মানি), শপলিফটার্স (জাপান), বার্ডস অব প্যাসেজ (কলম্বিয়া), দ্য গিল্টি (ডেনমার্ক), আইকা (কাজাকিস্তান), কোল্ড ওয়ার (পোল্যান্ড), বার্নিং (দক্ষিণ কোরিয়া) এর মতো ছবিকে পেছনে ফেলেছে নেটফ্লিক্স প্রযোজিত রোমা।
বাংলাদেশ সময় আজ সোমবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে অস্কারের ৯১ তম আসর। হলিউডের ডলবি থিয়েটারে এবার কোনো উপস্থাপক ছাড়াই চলছে অস্কার নাইট।
Please follow and like us: