তালায় উদ্ধারকৃত গন্ধগোকুলটি খুলনা প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর
তালায় উদ্ধারকৃত গন্ধগোকুল (গাছখাটাশ/সারাল) টি খুলনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (২৪ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় বন কর্মকর্তা মদিনুল আহসানের নির্দেশে খুলনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক রাজু আহমেদ এর নেতৃত্বে বিশেষ ইউনিট তালা উপজেলার আগোলঝাড়া গ্রাম থেকে বিলুপ্ত প্রায় তালিকাভুক্ত গন্ধগোকুল বা গাছখাটাশ বা সারাল ( ওহফরধহ পরাবঃ ) সেভ ওয়াইল্ড লাইফ কর্মীদের কাছ থেকে বুঝে নেন। গত বৃহস্পতিবার আটারই গ্রাম থেকে গন্ধগোকুলটি গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় জাহিন শামস সাক্ষর, শাওন ও আওয়াল সামি’র প্রচেষ্টায় আগোলঝাড়া গ্রামের রাশেদ বিশ্বাস ও তার সহযোগী পলাশ বিশ্বাস, মাহমুদুল, শেখ ইয়াকুব আলি, শেখ নাসিম, ইউসুফ আলিসহ কয়েকজন যুবকের প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যায় গন্ধগোকুলটি সুস্থ হয়ে উঠে।