নারী শিক্ষা ও উন্নয়নে বাংলাদেশ আজ রোল মডেল : এস.এম. মোস্তফা কামাল
সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামাল বলেছেন নারী শিক্ষা অধিকার ও উন্নয়নে বাংলাদেশ এখন রোল মডেল। সোমবার বিকাল ৪ টায় পাটকেলঘাটার খলিষখালীর চোমরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খলিষখালী ইউনিয়ন পরিষদ আয়োজিত তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে এক জনাকীর্ণ পরিবেশে মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও যৌন হয়রানী প্রতিরোধে “মা” সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি আরও বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাই নারীদের প্রতি আমাদের যোগ্য সম্মান প্রদর্শন করতে হবে। মাদক জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে সমাজের প্রত্যেকটি মাকে সচেতন হতে হবে। নারীরা শারীরিক বা মানসিক ভাবে নির্যাতিত হলে আমাদেরকে জানাবেন। আমরা তদন্ত পূর্বক তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ সময় অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের জীবন গঠনে তিনি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তালা উপজেলার শিক্ষা, সংস্কৃতি ও কৃষির প্রশংসা করে তিনি বলেন, আমার জানামতে তালা উপজেলা একটি সমৃদ্ধ উপজেলা। বিভিন্ন খাতে এই উপজেলার সমৃদ্ধি ধরে রাখতে হলে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌন হয়রানি এগুলো সমাজের এক একটি ব্যাধি। এই ব্যাধি থেকে সমাজকে মুক্ত করতে হলে নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে সে জন্য উপযুক্ত বয়সের আগে কোন নারীকেই বিয়ে দেওয়া যাবে না। তিনি এ সময় বাংলাদেশ সরকারের জাতীয় ও নারী অধিকার বাস্তবায়নে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কর্মকান্ড জনসম্মুখে তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফার রহমান, বিশেষ অতিথির বক্তব্যকালে তিনি খলিষখালী ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও জন দূর্ভোগের কথা জেলা প্রশাসক মহোদয়ের কাছে তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শোনার জন্য গন শুনানি করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুল ইসলাম।