সাতক্ষীরায় সঞ্চয় সপ্তাহ উপলক্ষে র্যালি
সঞ্চয় সস্মৃদ্ধির সোপান এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সঞ্চয় সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টার সময় জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বাহির হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে যেয়ে শেষ হয়।
সঞ্চয় সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.বদিউজ্জামান। এসময় তিনি বলেন সঞ্চয় দেশের অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখে। তিনি আরও বলেন মাননীয় প্রধান মন্ত্রীর ভিশন ২০২১ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সঞ্চয় প্রকল্পের মাধ্যমে আহরিত পুঁজি বিরাট সহায়তা করবে।তিনি মৌমাছির উদাহরণ দিয়ে সকলকে মিতব্যায়ীতার মাধ্যমে সঞ্চয়ী হতে পরামর্শ দেন। সঞ্চয় সপ্তাহ উপলক্ষে র্যালিতে অংশ গ্রহণ করেন জেলা সঞ্চয় অফিসের সহকারি পরিচালক কাজী হাসান উল্লাহ,বিনিয়োগকারী,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ জনগণ।