দেবহাটায় ১৫০ গ্রাম গাঁজা সহ আটক ১
দেবহাটা মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা সহ সিরাজুল ইসলাম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসআই মামুনুর রহমান, এএসআই জুয়েল মিয়া সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে দেবহাটার আষ্কারপুর পোষ্ট অফিসের সামনে অভিযান চালিয়ে ১৫০ গাঁজা সহ মাদক ব্যবসায়ী সিরাজুল কে আটক করে। আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ী সিরাজুল কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’র ৩৬ (১) এর ১৯ (ক) / ৪০ ধারায় মামলা (নং-৭) দায়ের পরবর্তী আটককৃত মাদক ব্যবসায়ী সিরাজুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Please follow and like us: