পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রাণহানিতে এমপি রবির গভীর শোক
ৃপুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো-০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ ঘটনায় দগ্ধ অর্ধশতাধিকের বেশি মানুষ ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশের পোড়া গন্ধ আর স্বজনদের বুকফাটা আহাজারিতে পুরো এলাকা প্রকম্পিত চকবাজার এলাকা। তিনি শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন। এমপি রবি দেশের সকলকে আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা, আহতদের দ্রুত সুস্থতা কামনা ও নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন।