বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক বাংলাদেশের ১৭ জেলেকে হস্তান্তর করলো ভারতীয় বিএসএফ
বাংলাদেশ-ভারত সীমান্ত কালিন্দী নদীতে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় বৈঠকে বাংলাদেশের ১৭ জেলেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)।
হস্তান্তরকৃত জেলেরা হলেন- কক্সবাজার জেলার কুতবদিয়া থানাধীন মোঃ শহিদুল ইসলাম এবং একই এলাকার আঃ করিম, সাদ্দাম হোসেন, ইরফান, মালেক, মনিরুল্লাহ, রহমততুল্লাহ, নুরুল আফসার, শুকুর, নুরুল, গিয়াসউদ্দীন, আহসান মনির, রফিক উদ্দীন, মামুন মাঝি, রবিউল বাসার, নুরুস সাফা ও গিয়াসউদ্দীন। কৈখালী বিওপি কোম্পানি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ সেলিম জানান, ২০১৮ সালের ১০ আগস্ট কক্সবাজার হতে এফবি জোবক্ষার সাহা (রেজি নং- এফ৪৮২৫) ট্রলার যোগে ১৭ জেলে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে পথ হারিয়ে ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। ভারতীয় বিএসএফ সদস্যরা জেলেদের উদ্ধার করে। হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন নীলডুমুর ১৭, বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জিএম রাশিদুল হাসান ও অতিঃ পরিচালক মেজর মোঃ রাশেদুল। অপরদিকে ভারতীয় পক্ষে নেতৃত্ব দেন ২৭, বিএসএফ ব্যাটেলিয়নের ডেপুটি কমানডেন্ট এসআর চরণ ও ডেপুটি কমান্ডেন্ট অনিল চৌগাছিয়া।