জার্মান সাংবাদিক-পুলিশ পেটাল রোহিঙ্গারা
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে তিন জার্মান সাংবাদিক ও এক পুলিশসহ ছয়জনকে পিটিয়েছে রোহিঙ্গারা।
বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পের-১ ইস্ট এর লম্বাশিয়া বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জার্মান সংবাদিক ইয়োচো লিওলি, এস্ট্যাটিউ এপল ও গ্রান্ডস স্ট্যাফু। বাংলাদেশি দোভাষী মো. সিহাব উদ্দিন, গাড়ির চালক নবীউল আলম ও পুলিশ সদস্য জাকির হোসেন।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন থেকে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে লম্বাশিয়ায় বাজারে জার্মান সাংবাদিকদের ওপর হামলা করে রোহিঙ্গারা। এসময় সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্যও হামলায় আহত হন।
রোহিঙ্গারা সাংবাদিকদের গাড়ি ভাংচুর করে। এছাড়া ক্যামেরা, কাগজপত্র (পাসপোর্ট) ও সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। আহতদের উদ্ধার করে সেনা ক্যাম্পে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। জড়িত রোহিঙ্গাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us: