চিত্রাংকন প্রতিযোগিতায় জারিফের সাফল্য
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় ‘ ক ’ গ্রুপে প্রথম হয়েছে টি.আর. জারিফ। গতকাল ২০ ফেব্রুয়ারি সকালে সাতক্ষীরা প্রেসক্লাব হল রুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় সাতক্ষীরা বিভিন্ন স্কুলের অর্ধশতাধিক শিশু প্রতিযোগি এতে অংশ গ্রহণ করে। চিত্রাংকন প্রতিযোগিতার নির্ধারিত বিষয় ছিল ‘ শহীদ মিনার ’। প্রতিযোগিতা শেষে বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের শহীদ স. ম আলাউদ্দিন মিলনায়তনে টি.আর.জারিফের হাতে পুরস্কার তুলে দেন সাতক্ষীরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎমিশ। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
জি. আর. জারিফ সাতক্ষীরা শিশু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার এস. এম জাকির হোসেন ও মিসেস শামিমা জাকিরের ছেলে। জারিফ সাতক্ষীরা কিন্ডর গার্টেন স্কুলের প্রথম শ্রেণীর মেধাবী ছাত্র। এর আগেও টি.আর জারিফ একাধিক প্রতিযোগিতায় মেধার স্বাক্ষর রেখেছে।