চকবাজারে হতাহতের ঘটনায় ডা: রুহুল হক এমপি’র শোক প্রকাশ
চকবাজারে ভয়াবহ আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ডা: রুহুল হক এমপি। বৃহস্পতিবার সকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের সুস্থতা কামনাও করেন তিনি। দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি। উল্লেখ্য,রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ আগুনে দগ্ধ এখন পর্যন্ত অন্তত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়িহাট্টা শাহী মসজিদের সামনে একটি বহুতল ভবনে আগুন লেগে তা আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে।