আশাশুনিতে কৃষকদের মাঝে মুগডাল বীজ বিতরণ
আশাশুনিতে গ্রীষ্মকালীন রাজস্ব বাজেটের আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের ফলোআপ দলের কৃষকদের মাঝে মুগ ডাউল বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলার ফলোআপ ৬টি দলের প্রত্যেক দলের ৬ জন করে মোট ৯০ জন কৃষকের মাঝে এই বীজ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য গ্রীষ্মকালীন মুগ চাষের জন্য প্রত্যেককে ৫ কেজি করে মোট ৪৫০ কেজি বীজ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ বিতরণ করেন। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম অলিউল ইসলাম, এসএপিপিও আঃ গনিসহ সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং প্রদর্শনী গ্রহণকারী কৃষক ও কিষাণীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: