ন্যাশনাল সার্ভিসের চাকুরী স্থায়ী করণের দাবীতে শ্যামনগরে মানববন্ধন
আইলা বিধ্বস্থ উপকূলীয় অঞ্চল শ্যামনগরে সরকারের ন্যাশনাল সার্ভিস প্রকল্পের সকল পর্ব জাতীয়করণের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর কর্মীবৃন্দের (৩য় পর্ব) কর্মীবৃন্দ শ্যামনগর-এর আজ ২০ ফেব্রুয়ারি সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় বেকার যুবক ও যুব-মহিলাসহ সচেতন এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন শেষে ন্যাশনাল সার্ভিস কর্মসূচী কল্যাণ সংস্থা’র সভাপতি মোঃ আল ইমরান এর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ন্যাশনাল সার্ভিস কর্মী এসএসটির সভাপতি মারুফ হোসেন মিলন, তানিয়া আক্তার, ফিরোজ হোসেন, সুশান্ত মন্ডল, দয়াল মন্ডল, মাহাতাম বিল্লাহ, শিমুল দেবনাথ, কল্যাণ মন্ডল, ইমরান, দিপংকর মন্ডল, ইব্রাহিম খলিল, অসীম কুমার মৃধা প্রমূখ।
এ সময় তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন শ্যামনগর সদর ইউপির সংরক্ষিত সদস্য উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দেলোয়ারা বেগম। সমাবেশে বক্তারা ন্যাশনাল সার্ভিস জাতয়ীকরণের দাবি জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ন্যাশনাল সার্ভিস প্রকল্পে সারাদেশে কয়েক হাজার বেকার যুব ও যুব মহিলা তিন মাস প্রশিক্ষণ শেষে দুই বছর মেয়াদী সরকারের বিভিন্ন দপ্তরে খন্ডকালীন চাকুরী শেষে বর্তমানে বেকার রয়েছে। তবে দুই বছর পর এসব যুব সম্প্রদায় প্রকল্প থেকে ঝরে পড়ে আবার চরম বেকারত্বের শিকার হয়েছে।
তাই ন্যাশনাল সার্ভিসভূক্ত অসহায় এ বেকারদের চাকুরীতে বহাল ও চাকরি স্থায়ীকরণ কারণের দাবি জানানো হয়। মনববন্ধন শেষে এ দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করা হয়।