মীর মোকছেদ আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক প্রতিযোগিতার উদ্বোধন..এমপি রবি
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মীর মোকছেদ আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে মীর মোকছেদ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মহিউদ্দিন হাসেমী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘কোমলমতি শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা ইতিহাস শিক্ষা দিতে হবে। কারণ এই প্রজন্মের কোমলমতি শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ।
’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ সাফি আহমেদ, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, মীর মোকছেদ আলী স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সদস্য শেখ আজিজুল হক, সাবেক প্রধান শিক্ষক শফি উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, মীর মোকছেদ আলী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সৈয়দ সায়েম আলী, মারুফা খাতুন, সুরাইয়া ইয়াসমিন, সেতু পারভীন, সাদিয়া খাতুন, সুমাইয়া প্রমুখ। এসময় মীর মোকছেদ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মীর মোকছেদ আলী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সুরাইয়া সুলতানা সীমা।