১ম জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ সেমিফাইনাল খেলার ফলাফল
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ১ম জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ এর সেমিফাইনাল খেলার ফলাফল সাতক্ষীরা সদর উপজেলা ৭উইকেটে জয়ী ১ম খেলা সাতক্ষীরা সদর উপজেলা বনাম কলারোয়া উপজেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরা সদর উপজেলা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। কলারোয়া উপজেলা ব্যাট করতে নেমে ২০ওভারে ০৯টি উইকেট হারিয়ে ১২০ রান করে। জবাবে সাতক্ষীরা সদর উপজেলা ব্যাট করতে নেমে ১৫.৩ ওভারে ৩টি উইকেট হারিয়ে ১২৪ রান করে। ফলে সাতক্ষীরা সদর উপজেলা ৭উইকেটে জয়লাভ করে।
সাতক্ষীরা পৌরসভা ০৮ উইকেটে জয়ী
২য় খেলা সাতক্ষীরা পৌরসভা বনাম তালা উপজেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় তালা উপজেলা টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১০টি উইকেট হারিয়ে ১৫৪ রান করে। জবাবে সাতক্ষীরা পৌরসভা ১৬.১ ওভারে ২টি উইকেট হারিয়ে ১৫৭ রান করে। ফলে সাতক্ষীরা পৌরসভার ৮উইকেটে জয়লাভ করে।
খেলায় আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেন মোফলুখ-উ-দ্দোজা শ্যাম্পু এবং জি.এম সাইফুল ইসলাম বাপ্পি, স্কোরার ছিলেন আবু হাসান বাবলু।
আগামী ২০/০২/২০১৯ তারিখ সকাল ১০-০০টায় ফাইনাল খেলা সাতক্ষীরা সদর উপজেলা বনাম সাতক্ষীরা পৌরসভার মধ্যে অনুষ্ঠিত হবে। উক্ত খেলা উপভোগ করার জন্য আপনারা স্ববান্ধবে আমন্ত্রিত।