লাল সবুজের পাঠশালার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
লাল সবুজের পাঠশালার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ৯টায় সাতক্ষীরা শহরের লাল সবুজের পাঠশালা ক্যাম্পাসে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাঠশালার পরিচালক এড.নুরুজ্জামান ফিতা কেটে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, পাঠশালার প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ আক্তারুজ্জামান শিমুল, সচিব মোঃ আসাদুর রহমানসহ প্রতিষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিশু শ্রেণি থেকে স্ট্যাডার্ড টু পর্যন্ত ছাত্র-ছাত্রীদের আলাদা-আলাদা ইভেন্টে বিভিন্ন প্রকার খেলা অনুষ্ঠিত হয়।
Please follow and like us: