চ্যালেঞ্জ ও শিক্ষণ’ শীর্ষক আঞ্চলিক সংলাপ
বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি বাহিরের দেশে বেশ অলোচিত ও গ্রহণযোগ্য হয়েছে। একই ভাবে বাংলাদেশে যে ধর্মীয় উগ্রবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছিলো তা দমনেও দেশে প্রশংসিত হয়েছে। বর্মমানেও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উগ্রপন্থা দমনে তৎপর রয়েছে। অগ্রগতি সংস্থার আয়োজনে ‘উগ্রপন্থা প্রতিরোধে কর্মসূচী বাস্তবায়নে অর্জন, চ্যালেঞ্জ ও শিক্ষণ’ শীর্ষক আঞ্চলিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এসব কথা বলেন।
মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে অগ্রগতি সংস্থার আয়োজনে এবং রূপান্তরের অর্থায়নে সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অগ্রগতি সংস্থার সভাপতি প্রফেসর আব্দুল হামিদ। স্বাগত বক্তব্য দেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।সংলাপে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দিবাশীষ সরদার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহম্মেদ বাপ্পী, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কেএম সেলিম শাহনেওয়াজ, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনি আল নুর, খান বাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ মোঃ. রিয়াজুল ইসলাম, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সমকাল ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম. কামরুজ্জামান প্রমুখ। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রূপান্তরের প্রজেক্ট ডাইরেক্টর শাহাদৎ হোসেন বাচ্চু।