আস্কারপুরে ৩৪তম ইসলামী মহাসম্মেলন ২১ ফেব্রুয়ারি থেকে শুরু
দেবহাটার আস্কারপুর ৩৪তম ইসলামী মহাসম্মেলন আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু। আস্কারপুর আলিমীয়া কল্যাণ সংস্থার আয়োজনে তিন দিন ব্যাপী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতি, শুক্র ও শনিবার । এ উপলক্ষে গত ২৫ জানুয়ারি আস্কারপুর আলিমীয়া শাহী মসজিদে বিশেষ পরামর্শ অনুষ্ঠিত হয়। সভায় আস্কারপুর কেন্দ্রীয় আলিমীয়া কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা ৩দিন ব্যাপী মহাসম্মেলন সফল ভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন। পরামর্শ সভায় বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উক্ত মহাসম্মেলনে দোয়া ও মাহফিলে অংশগ্রহণ করার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন সংস্থার প্রতিষ্ঠাতা হজরত শাহ্ছুফী আলহাজ্জ আলিম বক্স শাহ ওয়ার্ছী এবং সংস্থার সভাপতি আলহাজ্জ মোঃ. আকদাছ হোসেন মন্টু।
Please follow and like us: