কাল বসবে পদ্মা সেতুর সপ্তম স্প্যান
এক মাসের ব্যবধানেরও কম সময় আগামীকাল বুধবার বসতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর সপ্তম স্প্যান। এ স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হবে সেতুর এক দশমিক দুই কিলোমিটার।
জানা গেছে, ৩৫ ও ৩৬ নম্বর পিলারের মধ্যে বসবে ধূসর রঙের স্প্যানটি। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে জাজিরা প্রান্তের এ দুটি পিলারের উদ্দেশে স্প্যান নিয়ে রওনা হয়েছে ভাসমান ‘তিয়ান-ই’ ক্রেন।
এরইমধ্যে পদ্মা সেতুর ৪১ স্প্যানের মধ্যে ছয়টি স্প্যান বসানো হয়েছে। নতুন এই স্প্যানটি বসলে পদ্মা সেতুর কাজ আরো দৃশ্যমান হবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
পদ্মা সেতু প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, সব ঠিকমতো হলে আগামীকাল বুধবার স্প্যানটি বসানো হবে।
এর আগে, গত ২৩ জানুয়ারী ৩৬ ও ৩৭ নম্বর পিলারের উপর ষষ্ঠ স্প্যানটি বসানো হয়।
প্রসঙ্গত, পদ্মা সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২টি। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার। ৪২ খুঁটির ওপর ৪১টি স্প্যান বসানো হবে।
স্প্যানের অংশগুলো চীনে তৈরি করে সমুদ্রপথে জাহাজে করে আনা হয় বাংলাদেশে। ফিটিং করা হয় মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে। প্রতিটি পিলারে পাইলের সংখ্যা ছয়।