ভারতে কি নিষিদ্ধ হচ্ছে পাকিস্তানি গায়করা?
কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানার পরে দেশ জুড়িই সবার মাঝে বিরাজ করছে প্রতিহিংসা। ঠিক কী করলে প্রকাশ পাবে ক্ষোভ আর ক্রোধ, ভারতীয়দের একাংশ সেই চর্চাই করছে।
এমন সময়েই মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফে মিউজিক কোম্পানিগুলিকে বলা হল পাকিস্তানি সঙ্গীত শিল্পীদের সঙ্গে কাজ করা থেকে বিরত থাকতে।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনার ফিলম উইংয়ের প্রধান, আময়ে খোপকর সংবাদসংস্থাকে জানান, টি-সিরিজ, সোনি মিউজিক, ভেনাস, টিপস মিউজিক ইত্যাদি সংস্থাকে তারা পাক শিল্পীদের সঙ্গে কাজ করতে বারণ করেছেন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, টি-সিরিজ তাদের ইউটিউব চ্যানেল থেকে আতিফ আসলাম ও রাহত ফতে আলি খানের গান রিমুভ করেছে। যদিও তাদের গান অন্য ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত, ২০১৬ সালে উরি হামলার সময়ে রাজ ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ভারতে কর্মরাত পাক শিল্পীদের এ দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল।