সাতক্ষীরার পাটকেলঘাটা-তালায় ৭৪৯ টি পরিবার পেলো নতুন ঘর
তালা উপজেলায় জমি আছে ঘর নাই প্রকল্প ২ এর আওতায় উপকার ভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।
শনিবার বেলা ৪টায় পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের জুজখোলা গ্রামে আব্দুস সাত্তারের ঘরের ফিতাকেটে উদ্বোধনের মাধ্যমে তিনি এই উপজেলার ৭৪৯ টি ঘর উদ্বোধন করেন।
এ সময় তিনি বর্তমান সরকারের নানাবিধ উন্নয়নের চিত্র সাধারণ জনগণের মাঝে তুলে ধরেন। তিনি বলেন সরকার আপনাদের কথা চিন্তা করে এই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। ইতি মধ্যে তালার চারটি ইউনিয়নে ৭৪৯ জন উপকার ভোগী তারা ঘর পেয়েছে। সরকার প্রয়োজনে আরও অসহায় পরিবারকে ঘর নির্মাণ করে দিবেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমানসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ইউপি সদস্য বৃন্দসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।