নাটিকা প্রদর্শনে ‘শ্যামসুন্দর’ টিমের পুরস্কার গ্রহণ
সাতক্ষীরার জনপ্রিয় পিকনিক স্পট মোজাফফর গার্ডেনে বেসরকারি সংস্থা সুশীলন আয়োজনে বার্ষিক বনভোজনে অংশগ্রহণে নৈপুণ্যের স্বীকৃতি পেলেন ভিএসও এনসিএস-এর সাতক্ষীরার ভলান্টিয়ার টিম ‘শ্যামসুন্দর’।
গত ১৫ ই ফেব্রুয়ারি ২০১৯ তারিখে একযোগে সারা বাংলাদেশের ৬ টি স্থানে বার্ষিক বনভোজনের আয়োজন করেন সুশীলন কর্তৃপক্ষ।
সাতক্ষীরা প্রধান অফিস এবং খুলনা অঞ্চলের অনুষ্ঠানে জাতীয় সংগীত এবং সুশীলন সংগীতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান।
সুশীলনের নির্বাহী প্রধান সহ উপ-পরিচালকরা ও সুশীলনের খুলনা অঞ্চলের সকল কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
তাদের সাথে কুশল বিনিময় ও পরিচিত হন ভিএসও এনসিএস-এর সাতক্ষীরার ভলান্টিয়ার। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন তারা ।
সাংস্কৃতিক পর্বে তারা বাবা-মা দের বৃদ্ধাশ্রমে পাঠানো নিয়ে একটি সচেতনতামূলক নাটিকা প্রদর্শন করেন। নাটিকাটি সুশীলন কর্তৃক সমাদৃত হওয়ায় সুশীলন কর্তৃপক্ষ টিম শ্যামসুন্দরকে পুরষ্কার প্রদান করেন।
সুশীলনের নির্বাহী প্রধানের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন টিম শ্যামসুন্দরের টিম লিডার আমির হামজা, সদস্য সৌরভ প্রধান, এস এম তৌহিদ, মনি আক্তার ও শরিফা খাতুন প্রমুখ।
সবশেষে নির্বাহী প্রধান সকলের জন্য শুভকামনা করেন।