‘নয়া’ সিদ্ধান্তে কঙ্গনা!
কঙ্গনা রানাউত। নিজের অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন বলেউডে। এবার নতুন এক সিদ্ধান্ত নিলেন এ নায়িকা। আর সেটি হলো নিজের বায়োপিক।
ভারতয়ি গণমাধ্যমে প্রকাশিত খবরে, ‘মণিকর্ণিকা-দ্য কুইন অব ঝাঁসি’র পর দ্বিতীয় ছবির পরিচালনা করতে যাচ্ছেন কঙ্গনা। আর এ ছবিতে দেখা যাবে তার নিজের জীবন কাহিনী।
এদিকে, ছবিটির নাম এখনো ঠিক হয়নি। তবে ইতোমধ্যে এর চিত্রনাট্য লেখার কাজ শুরু করে দিয়েছেন মণিকর্ণিকার চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র।
ছবিটির প্রসঙ্গে কঙ্গনা বলেন, প্রায় ১২-১৩ সপ্তাহ আগে আমরা জীবনী লেখার জন্য বিজয়েন্দ্র আমাকে অনেক বার বলেছিলেন। তবে প্রথমে এটি নিয়ে চিন্তা আমি করতে চাই নি। কিন্তু পরে বিজয়েন্দ্র কাজের প্রতি আগ্রহ দেখে আমি নিজের বায়োপিক বানানো চিন্তা করলাম।
এদিকে, কঙ্গনা মানেই বলিউডে এক সমালোচনার খোড়াগ। কারণ কঙ্গনা মানেই এক বিতর্কিত চরিত্র, প্রতিবাদী মুখ। নানা সময়, নানা ঘটনায় সংবাদের শিরোনামে এসেছেন তিনি।