প্রথম ধাপে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন শনিবার
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ শনিবার। এর আগে ১১ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ২০ ফেব্রুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে। তফসিল অনুযায়ী ১০ মার্চ অনুষ্ঠিত হবে এ নির্বাচন।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, প্রথম ধাপে দেশের ৮৬টি উপজেলায় ভোটগ্রহণ হবে। নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা পড়েছে এক হাজার ৮৮টি। এর মধ্যে চেয়ারম্যান পদে একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন চার উপজেলায়। তবে এবার বিএনপিসহ বিভিন্ন বিরোধী দল নির্বাচনে অংশ না নেয়ায় প্রার্থী সংখ্যা কম।
মনোনয়ন জমা দেয়া প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন ২৮৬ জন, ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৪৮৭ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৩১৫ জন। প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে দু’জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দু’জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
চেয়ারম্যান পদে জামালপুরের সরিষাবাড়ী, মেলান্দহ, মাদারগঞ্জ ও জয়পুরহাট সদর উপজেলায় একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় একজন করে এবং নারী ভাইস চেয়ারম্যান পদে রাজশাহীর গোদাগাড়ী ও সিরাজগঞ্জের শাহজাদপুরে একজন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এবার মোট পাঁচ ধাপে হবে উপজেলা পরিষদ নির্বাচন। এর মধ্যে দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ভোট ২৪ মার্চ, চতুর্থ ধাপে ভোট ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ভোট হবে ১৮ জুন।