বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
আজ ১৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা মায়ের বাড়ী মন্দির প্রাঙ্গণ রামকৃষ্ণ মন্দিরে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গীতা পাঠের মধ্য দিয়ে সভার শুভ সূচনা করা হয়।
গৌরাঙ্গ সরকারের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ নির্মল কুমার দাশ, স্নিগ্ধা নাথ, কোষাধ্যক্ষ রায় দুলাল চন্দ্র, প্রভাষক প্রদীপ কুমার দাশসহ প্রমুখ।
সভায় আগামী ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাকপার্কে শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা বলেন, স্বামী বিবেকানন্দের জীবন দর্শন বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বিশেষ করে যুব সমাজের মধ্যে বিবেকানন্দের আদর্শ প্রচার ও প্রসার একান্ত জরুরী। কারণ যুবনায়ক বিবেকানন্দ বলেছেন, “বিবাদ নয়, সহায়তা; বিনাশ নয়, পরস্পরের ভাবগ্রহণ; মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি।”
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বরূপ চন্দ্র ঘোষ।