কার সঙ্গে ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট করেছেন ঐশ্বরিয়া?
নিজের লাভ লাইফ নিয়ে বেশ খোলামেলা ঐশ্বরিয়া রায় বচ্চন। অভিষেক বচ্চনের সঙ্গে ছবি প্রায়ই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ভ্যালেন্টাইনস ডে-তে শুধু অভিষেক নন, দম্পতির সেলিব্রেশনে হাজির আরো এক জন।
সদ্য নায়িকা সোশ্যাল মিডিয়ায় যে ছবি শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে অভিষেকের সঙ্গে রয়েছে আরাধ্যাও। ২০০৭-এ বিয়ে করেছিলেন তারা। ছবির সেটেই নাকি ঐশ্বরিয়া প্রোপোজ করেছিলেন অভিষেক। খুব দ্রুত এনগেজমেন্টও হয়ে যায় তাদের।
শোনা গিয়েছিল, অনুরাগ কাশ্যপের পরবর্তী প্রযোজনা ‘গুলাব জামুন’-এর হাত ধরে প্রায় ন’বছর পরে অনস্ক্রিনে কামব্যাক হবে এই রিয়েল জুটির। কিন্তু সেই ছবি করছেন না তারা।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর, দম্পতি মনে করছেন, অনস্ক্রিন প্রেমিক-প্রেমিকা হিসেবে তাদের আর দেখতে পছন্দ করবেন না দর্শক। সে কারণেই প্রেমের সম্পর্কের বাইরে অন্য কোনো চরিত্র পেলে ফের এক সঙ্গে অভিনয় করতে রাজি তারা।
অনস্ক্রিন প্রেমে রাজি না হলেও অফস্ক্রিনে যে তাদের প্রেম অটুট তা বুঝিয়ে দিচ্ছে ঐশ্বরিয়া পোস্ট। অন্তত এমনটাই মত সিনে মহলের।