পাবজি খেলতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডিভোর্স!
বর্তমান সময়ের অনলাইনভিত্তিক জনপ্রিয় গেম পাবজি (প্লেয়ার আননোউনস ব্যাটলগ্রাউন্ড) খেলতে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন মালয়েশিয়ার এক যুবক।
গেম বিষয়ক মার্কিন ব্লগ গেমর্যান্ট এ খবর প্রকাশ করে।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই ব্যক্তির স্ত্রী অভিযোগ করেন, ভাইদের কাছ থেকে পাবজি খেলা শেখেন ওই ব্যক্তি। একসময় সেটা নেশায় পরিণত হয়। ধীরে ধীরে সেই নেশা এতটাই তীব্র রূপ নেয় যে, দিন-রাত সব কাজ ছেড়ে শুধু গেম নিয়েই থাকতেন তিনি। সংসারের দিকে কোনও খেয়াল ছিল না। এই নিয়ে প্রায়ই সংসারে অশান্তি লেগেই থাকত।
ওই নারী আরো বলেন, কিছু বলতে গেলেই তার স্বামী ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপের পাল্টা অভিযোগ আনতেন। স্বামীর এমন কাজের প্রতি তার বিন্দুমাত্র সমর্থন ছিল না।
প্রায় মাসখানেক আগে তার চার বছর বয়সী সন্তানসহ স্বামী তাকে ছেড়ে চলে যান বলে জানান ওই নারী।
Please follow and like us: