শার্শায় পুষ্টি সমন্বয় কমিটি’র দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
যশোরের শার্শা উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটি’র দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় শার্শা উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটি’র দ্বি-মাসিক সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল।
এ সময় অনন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ,মহিলা ভাইস চেয়ারম্যান আলেহা ফেরদৌস, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, বেনাপোল পোর্ট থানার তদন্ত (ওসি) সৈয়দ আলমগির হোসেন, শার্শা উপজেলার ভূমি সহকারী কমিশনার মৌসুমি জেরিন কান্তা, উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান, নির্বাচন কমিশনার কামরুজ্জামান, কৃষি অফিসার শ্রী সৌতম কুমার, সিনিয়র মৎস অফিসার আবুল হাসান,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, শার্শার ইউপি চেয়ারম্যান সোহারার হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলীসহ উপজেলার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।