সাতক্ষীরায় জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
সাতক্ষীরায় ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা-২০১৮-১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রসুলপুর যুব সমিতির ফুটবল মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় রসুলপুর যুব সমিতির সহ-সভাপতি তৌফিক আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক লিমিটেড হেড অব ব্রা সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. সাঈদ হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান রুপা চক্রবর্তী, বিশিষ্ট নাট্যকার ও আবৃত্তিকার জয়ন্ত চট্টপাধ্যয়, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, বিশিষ্ট আবৃত্তিকার আহছান উল্লাহ তমাল প্রমুখ।
সাতক্ষীরায় ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা-২০১৮-১৯ এর খেলায় ৮টি স্কুল অংশ নেয়। ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা-২০১৮-১৯ এর ফাইনাল খেলায় অংশ নেয় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বনাম সাতক্ষীরা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়। সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে। জবাবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে সাতক্ষীরা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ৩১ ওভার ৫ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। ফলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ৫১ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার আম্পায়ারের দায়িত্ব পালন করেন আবু হাসান বাবলু, দারুজ্জামান রুবেল ও ফজলু । খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড় রবিউল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, প্রাইম ব্যাংক লিমিটেডের অফিসার মাহবুবুর রহমান, ভেন্যু ম্যানেজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হাফিজুর রহমান খান বিটু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইদ্রিস বাবু, বিসিবির কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু প্রমুখ।