দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে
দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উক্ত মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান,কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন,প্রানি সম্পাদ কর্মকর্তা বিষ্ণুপদ,সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই,শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক,উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার,উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ,জনস্বাস্থ্য কর্মকর্তা জুয়েল হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।