সাতক্ষীরা বিজিবির অভিযানে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক
সাতক্ষীরায় চলছে বিজিবির চোরাচালান বিরোধী নিয়মিত অভিযান । গত কাল বিকাল থেকে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে । অভিযানে ভারতীয় ভারতীয় ঔষধ, আমসত্ত্ব, তালা, চা পাতা, শাড়ী, সার, গরুর মাংস, ফেন্সিডিল এবং বিভিন্ন প্রকারের কসমেটিকস আইটেম আটক করা হয় ।
সাতক্ষীরার ৩৩ বিজিবি অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান,
গত কাল , সাতক্ষীরা টু ভোমরা মেইন রাস্তার উপর একটি মালামাল বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশি করা হয় । তল্লাশি কালে ভারতীয় আনার ফলের ক্যারেটের মধ্যে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণে ভারতীয় ঔষধ, আমসত্ত্ব ও তালা জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৮০,০৫,০৫২৬/- টাকা। এবং আর একটি অভিযানে বড়ালী এলাকা থেকে ৭,৫০০ টাকা মূল্যের ভারতীয় চা পাতা আটক করে।
আজ সাতক্ষীরার চারাবাড়ী থেকে ১,৫০০ টাকা মূল্যের ভারতীয় সার, কেরাগাছি থেকে ১,০০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, আমতলী থেকে ৫০,০০০ টাকা মূল্যের গরুর মাংস , কালীবাড়ি ও চান্দা এলাকা থেকে ৭২,০০০ টাকা মূল্যের ভারতীয় চা পাতা আটক করে ।
এছাড়া , দাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,০০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস আইটেম ও লক্ষীদাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২,৮০০ টাকা মূল্যের ০৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে ।