কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নের আসবে গতি এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে ১১টায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব ঘোষের সভাপতিত্বে ও শিক্ষক শেখ শামীম উর-রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য প্রভাষক মাহামুদুর রহমান, ভাড়াশিমলা ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু, ধলবাড়িয়া ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল করিম মামুন হাসান, প্রতিযোগিতায় বিচারক ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু রায়হান, সহকারী শিক্ষক অরুণ কুমার কর, সহকারী শিক্ষক রমেশ চন্দ্র ঘোষ প্রমুখ। দুর্নীতি সুশাসনের অন্তরায় এর পক্ষে বিজয়ীদল সাইমা সুলতানা, মিম্মা সুলতানা, তাজকিন জাহান ও জেসমিন সুলতানা দল বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে মোঃ হাবিবুল্লাহ। এছাড়া রচনা প্রতিযোগিতায় প্রথম মিম্মা সুলতানা, ২য় তাজকিন জাহান স্মৃতি ৩য় মাসুদা পারভীন। দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।