ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের ‘সহজ’ সমাধান সুনীল গাভাস্কারের
স্পোর্টস ডেস্ক :দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। দুই দলকে একসঙ্গে দেখা যায় কেবল আইসিসির ইভেন্ট বা এশিয়া কাপে, তাও নিরপেক্ষ ভেন্যুতে। তবে এই অচলাবস্থা ভাঙতে হলে কী করতে হবে, সে সম্পর্কে মত দিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। গাভাস্কারের মতে, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের মূল শর্তই হলো সীমান্তে শান্তি বজায় থাকা। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে সিরিজ আয়োজনের উপায় খুবই সহজ। যদি সীমান্তে শান্তি থাকে, উভয় সরকারই তখন আলোচনা শুরু করতে রাজি হবে।তবে বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয় বলে মনে করেন তিনি। অনুপ্রবেশ ও সীমান্ত উত্তেজনার বিষয়টি তুলে ধরে গাভাস্কার বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কের উন্নয়ন কঠিন হবে।সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। তবে ২০২৫ সালে আরও তিনবার দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সেপ্টেম্বরে ভারতের আয়োজনে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ। যদিও নিরপেক্ষ ভেন্যুতে এ আয়োজনের সম্ভাবনা বেশি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, এশিয়া কাপের গ্রুপ পর্ব ও ফাইনালসহ অন্তত তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান।