দ্য পোল স্টার স্কুলের বিথী সুলতানা কে জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করায় সংবর্ধনা প্রদান
আব্দুল্লাহ আল মামুন:দ্য পোল স্টার পৌর হাই স্কুল সাতক্ষীরার ছাত্রী বিথী সুলতানা কে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এ জাতীয় পর্যায়ে ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। দ্য পোল স্টার পৌর হাই স্কুল সাতক্ষীরার আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় স্কুলের হল রুমে এই সংবর্ধনা প্রদান করা হয়। দ্য পোল স্টার পৌর হাই স্কুল সাতক্ষীরার প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মুহাদ্দিস আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল। বক্তব্য রাখেন স্কুলের ক্রীড়া শিক্ষক শাহিন রেজা, প্রাপ্তন ধর্ম শিক্ষাক ইয়াহিয়া তমেজি। অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিথী সুলতানা কে সংবর্ধনা প্রদান করা হয়।