তালায় জাসাস’র সদর ইউনিয়নের কমিটি গঠন
তালা প্রতিনিধি : তালা উপজেলার সদর ইউনিয়নের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)এর কমিটি গঠন করা হয়েছে।তালা সদর ইউনিয়ন কমিটিতে হযরত আলীকে আহবায়ক ও শেখ আজিজুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। বুধবার রাতে উপজেলা জাসাস’র আহবায়ক ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আলমিন ও সদস্য সচিব রাসেল বিশ্বাস’র স্বাক্ষরিত ৮৯ বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন রাজু, সোহাগ সরদার, আব্দুর রশিদ গাজী, শাহিনুর রহমান সরদার, শাহাবুদ্দীন বিশ্বাস, বিল্লাল মোড়ল, আনোয়ার জোয়ার্দার, রিপন মুন্সি, হাফিজুর খান, লিটন বিশ্বাস, আব্দুর রহিম মুন্সি। সদস্যরা হলেন আমিরুল জোয়ার্দার, বায়োজিত মোড়ল, শেখ ফারুক হোসেন, আমিনুর রহমান, মিজানুর রহমান, তাছের আলী, আলামিন হোসেন, হাসান, বিল্লাল, জয়লাল বিশ্বাস, হাবিবুর রহমান, ডেবিট, রাকিবুল হাসান, লেকমান, খায়রুল, কুদ্দুস মোড়ল, কারিমুল, সাইদ হোসেন, সাইফুল গাজি, শাহিনুর গাজি,নাজমুল গাজি, সবুজ জোয়ার্দার, পলাশ মির্জা, বাধন মোড়ল, মনি মোড়ল,আলামিন গাজি, বজলু হোসেন, শহিদুল সরদার, আবু বক্কর গাজি, ইদ্রীস সরদার, উদ্দীস সরকার, পল্লব সরকার, শামিম সরদার, হামিদ শেখ, বিল্লাল শেখ, তাহরুল মোড়ল, সোহাগ সরদার, আলেক মোড়ল,ইমরান মোড়ল, লাভলু শেখ, হোসেন মুন্সি, কাজী রানা,জাহিদুল ইসলাম, মদন দত্ত, মেছের মুন্সি, রাহুল খা, সংকর দত্ত, কাজি নাছিমুল ইসলাম পলাশ,আব্বাস শেখ, মিনাজ বিশ্বাস, মহাসিন সরদার, লতিফুর রহমান, তৌহিদ শিকদার, শিহাব সরদার, মনিরুল সরদার, শহিদুল বিশ্বাস, এখলাস মোড়ল, মসিয়ার মোড়ল,রেজাউল খান, সাজেদুল গাজী, সিয়াম বিশ্বাস, নিতাই পাল, অমিত হরি, হাফিজুল মোল্লা, মামুন সেখ, বাইজিদ, কামাল হোসেন, আলামিন, বাবু, আলী হাসান বাবু, লুতফর শেখ, সামাদ মোড়ল, আলামিন, তরিকুল সরদার, মফিজুল খা।