আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি ও পরামর্শ সেবা তথ্যে প্রবেশাধিকার শীর্ষক সভা
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনিতে উপজেলা পর্যায়ে দুর্যোগ সুনির্দিষ্ট ঝুঁকি ও পরামর্শ সেবা সম্পর্কিত তথ্য/উপাত্তে প্রবেশাধিকার উন্নয়ন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।ইউকে ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এর অর্থায়নে নবপল্লব প্রকল্পের আওতায় কর্ড এইড শ্যামনগর, সাতক্ষীরার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় নবপল্লব প্রজেক্ট অফিসার মোঃ হাবিবুর রহমান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, খাজরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, উপজেলা কষি অফিসের এসএপিপিও বিল্লাল হোসেন, সমাজ সেবা অফিসের শাহিনুর আলম, মৎস্য অফিসারের প্রতিনিধি, মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, আইডিয়ালের সুব্রত কুমার, বারসিক এর আসাদুজ্জামান আসাদ, ডিকেএস এর প্রজেক্ট অফিসার সানজানা প্রমুখ আলোচনা রাখেন। প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন সিনিয়র টেকনিক্যাল অফিসার মুক্তারানী রায়।