জার্মানিতে নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয়ী সিডিইউ

আন্তর্জাতিক ডেস্ক:
জার্মানিতে ফেডারেল নির্বাচনের প্রাথমিক ফলাফলে জয়ী হয়েছে দেশটির খ্রিস্টান ডেমোক্র্যাটস (সিডিইউ/সিএসইউ)। রোববারের (২৩ ফেব্রুয়ারি) নির্বাচনে প্রায় ২৯ শতাংশ ভোট পাওয়ার পর জার্মান বিরোধীদলীয় নেতা ফ্রেডরিখ মার্জ বিজয় ঘোষণা করেছেন।

অন্যদিকে প্রায় ২১ শতাংশ ভোট পেয়েছে এএফডি। এই ফলাফলের মাধ্যমে বুথ ফেরত সমীক্ষার ফলও মিলে গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু ও সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

সংবাদমাধ্যম বলছে, ভোট গণনার শেষে প্রাথমিক ফলাফলে সিডিইউ এবং সিএসইউ পেয়েছে ২৮ দশমিক ৫ শতাংশ ভোট। মূলত ভোটগ্রহণের পর বুথ ফেরত সমীক্ষার ফলাফলেও এমনই ইঙ্গিত দেওয়া হয়েছিল। দ্বিতীয় স্থানে রয়েছে কট্টর ডানপন্থি দল এএফডি। দলটি পেয়েছে ২০ দশমিক ৮ শতাংশ ভোট।

অন্যদিকে বর্তমান চ্যান্সেলর ওলাফ শলৎসের দল এসপিডির ভোট ব্যাপকভাবে কমেছে। আগের তুলনায় প্রায় ৯ শতাংশ ভোট কমে তারা পেয়েছে ১৬ দশমিক চার শতাংশ ভোট।

এই পরিস্থিতিতে কোনও দলের পক্ষেই এককভাবে সরকার গঠন করা সম্ভব নয়। করতে হবে জোট সরকার। সিডিইউ আগেই জানিয়ে দিয়েছিল, তারা এএফডির সঙ্গে সরকার গঠন করবে না। ফলে দ্বিতীয় বৃহত্তম দল হয়েও সরকারে থাকতে পারবে না অতি কট্টরপন্থিরা।

এদিকে দুটি জোট তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। এক এসপিডিকে সঙ্গে নিয়ে নতুন সরকার তৈরি করবে সিডিইউ। অথবা তারা গ্রিন পার্টি বা সবুজ দলকেও জোটসঙ্গী করতে পারে। তবে সিডিইউ নেতা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন, জোট নিয়ে দীর্ঘ আলোচনা হবে।

অন্যদিকে এএফডি জানিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিটি দল যে ‘ফায়ার ওয়াল’ তৈরি করেছিল, ভোটাররা তার বিরুদ্ধে ভোট দিয়েছে। পার্লামেন্টে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তারা তাদের ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, নিজেদের মধ্যে বিরোধ থাকলেও রক্ষণশীল এবং ডেমোক্র্যাট সমস্ত দলই এবারের নির্বাচনের আগে জানিয়েছিল, তারা কোনোভাবেই অতি ডানপন্থি এএফডিকে সমর্থন করবে না। যা ‘ফায়ার ওয়াল’ রাজনীতি হিসেবে আলোচিত হয়েছিল।

এমন অবস্থায় যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে জার্মানির নতুন চ্যান্সেলর হতে পারেন সিডিইউ নেতা ফ্রেডরিখ মার্জ। তিনি ইতোমধ্যেই জানিয়েছেন, ইউরোপকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের ছত্রছায়া থেকে বেরিয়ে আসতে হবে।

ম্যার্ৎসকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শক্তিশালী ও সার্বভৌম ইউরোপীয় ব্লক গড়ে তোলার কথা বলেছেন মার্জ। ম্যাক্রোঁ তার বার্তায় সেই বিষয়টির উল্লেখ করেছেন।

এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও অভিনন্দন জানিয়েছেন মার্জকে। স্টারমার বলেছেন, “জার্মানির সঙ্গে আমাদের বরাবরই শক্তিশালী সম্পর্ক। নতুন সরকারের আমলে সেই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করছি।”

প্রসঙ্গত, এবারের পার্লামেন্ট নির্বাচনে মোট ভোটার প্রায় ৬ কোটি। এছাড়া রোববারের এই নির্বাচনে ৮৩-৮৪ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। জার্মানির সাম্প্রতিক জাতীয় নির্বাচনে এটি রেকর্ড।

গত নভেম্বেরে এসপিডির নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হলো।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)