আশাশুনিতে ডেভিল হান্ট অভিযানে আটক ৫
জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি থানা পুলিশ ডেভিল হান্ট অভিযানে ৫ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতে সোপর্ধ করা হয়েছে। থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আশাশুনি থানার মামলা নং-৭(০৮)২৪ এর তদন্তে প্রাপ্ত আসামী গদাইপুর গ্রামের মৃত দাউদ মোল্লার ছেলে খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা, আশাশুনি থানার মামলা নং-৮(০২)২৫ এর আসামী উত্তর গোদাড়া গ্রামের মৃত বক্স কারিকরের ছেলে হামিজ উদ্দীন কারিকর, মফেজ উদ্দীন মজু সরদারের ছেলে রবিউল ইসলাম, হামিজ উদ্দীন কারিকরের ছেলে রফিকুল ইসলামকে এবং ফৌঃ কাঃ বিঃ ১৫১ এর আসামী কাকড়াবুনিয়া গ্রামের মৃত আলী হোসেন সানার ছেলে আব্দুল আল মামুনকে বিভিন্ন স্থান হতে গ্রেফতার করেন।
Please follow and like us: