বিএনপির সমাবেশ সফল করতে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভা
কামরুল হাসান:
আগামী ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা বিএনপি’র সমাবেশকে সফল করার লক্ষ্যে কলারোয়ায় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনের সামনে উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি’র অন্যতম যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি। পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু ও সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপি সাবেক সহ সভাপতি আখলাকুর রহমান শেলী, বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন সেন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাবেক ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, এম এ রব শাহিন, আব্দুর রাজ্জাক, শওকত হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহউদ্দীন পারভেজ, যুবদল নেতা রুহল আমিন খোকন, পৌর বিএনপি নেতা মাগফুর রহমান রাজু, আকবার হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা ডাক্তার আব্দুল মজিদ, রুহল আমিন, আব্দুল মাজেদ, ডা.সিরাজুল ইসলাম, আশরাফুজ্জামান মন্টু, আজিজুর রহমান, রফিকুল ইসলাম, আনিছুর রহমান, ইব্রাহিম হোসেন, ফজলুর রহমান মোল্যা, তাঁতি দলের আহবায়ক আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল আহমেদ সাজু প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্কে বিএনপি’র জেলা সমাবেশে কলারোয়া উপজেলা ও পৌরসভাসহ প্রত্যেকটি ইউনিয়ন থেকে সর্বোচ্চ সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে হবে।