তালায় আনছার মাহমুদ এতিমখানার আজীবন সদস্য সম্মেলন
জহর হাসান সাগর:তালার মদনপুর আনছার মাহমুদ এতিমখানা ও লিল্লাহ বোডিং এর আজীবন সদস্য সম্মেলন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল দশটায় মদনপুর এতিমখানা ভবনে আনছার মাহমুদ ও লিল্লাহ বোডিং এর সভাপতি মোঃ আব্দুল হাই মোড়ল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মলনে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহন করেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা অতিঃ আইজি ,বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার মোঃ আব্দুল আলীম মাহমুদ ।বক্তব্য রাখেন পাটকেলঘাটা সিদ্দিকিয়া কোয়ামিয়া মাদ্রাসার মোহতামিম মুফতি মোঃ মনিরুল হক, মোঃ আব্দুর রব মাহমুদ, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজাউ ইসলাম,সেতু পরিচালক মোঃ আবুল হোসেন মোঃ আজাদ মাহমুদ পরিচালনায় বাৎসরিক বাজেট পেশ করেন অত্র প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক মাওলানা মুহাঃ আব্দুল হাসিব মাহমুদ।বাৎসরিক হিসাব দাখিল ও আজীবন সদস্যদের সম্মেলন সফল হয়েছে। উক্ত এতিম খানায় ২৭৫ জন ছাত্র রয়েছে অত্র প্রতিষ্ঠানে। অতিঃ আইজিপি মহোদয় এর পিতার নামে এতিমখানা তিনি তাঁর পিতার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা সহ-এতিম ছাত্রদের জন্য দোয়া কামনা করেন।