সাতক্ষীরায় হাজী সম্মেলন অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন: হাজী কল্যাণ সংস্থার আয়োজনে সাতক্ষীরায় হাজী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় তুফান কনভেনশন সেন্টারে হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হাজী কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীনি আলী। হাজী সম্মেলন কমিটির আহবায়ক ছিলেন আলহাজ্ব প্রফেসর লিয়াকত পারভেজ। হাজী সম্মেলন কমিটির সদস্য আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন এর পরিচালনায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা। হজ্জ বিষয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন, আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আব্দুল খালেক, আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল বারী, আলহাজ্ব মুফতি মোঃ আব্দুল্লাহ, আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম। এ সময় বক্তারা আরাফাতের ময়দানের কথা স্মরণ করে বিভিন্ন আলোচনা করেন এবং হজ্জের শিক্ষা বাস্তবায়ন করে আগামীর দিন পথ চলার জন্য আহ্বান করেন। পরে পবিত্র জোহরের নামাজ আদায় এবং দোয়া মোনাজাতের মাধ্যমে হাজী সম্মেলন সমাপ্ত ঘোষণা করা।