আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মতিউর রহমান, ইয়াহিয়া ইকবাল, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, মোবাশ্বেরুল হক প্রমুখ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এর আগে সকালে প্রধান শিক্ষকের নেতৃত্বে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং প্রভাতভেরী শেষে বিদ্যালয় ক্যাম্পাসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মমিনউদ্দীন।
Please follow and like us: