সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে গনঅধিকার পরিষদের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি:শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষে সাতক্ষীরা শহীদ রাজ্জাক পার্কে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এর নিজ দল গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ নেতৃবৃন্দ। এছাড়াও রাত ১২টা ১ মিনিটে প্রথমে সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।এ সময় উপস্থিত ছিলেন ,গনঅধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি প্রার্থী সাংবাদিক মোঃ হাসানুর রহমান হাসান, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি মোঃ তবিবুর রহমান, সাধারণ সম্পাদ মোঃ আজিবুর রহমান, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক খাইরুল আলম, সিনিয়র সহ সংগঠনিক সম্পাদক মাজারুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি আল ইমরান ইমু, সাবেক সাধারণ সম্পাদক শারাফাত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ নয়ন, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, আশাশুনি উপজেলা যুব অদিকার পরিষদের সভাপতি আল নাসিম রাজু, পরিষদ গণঅধিকার পরিষদের আনিসুর রহমান আনিছ ও জিয়াউল সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।