কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জহর হাসান সাগর: পাটকেলঘাটার কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি) সকালে কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, আলোচনা সভা ও চিত্র অংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্তিত ছিলেন , প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, সহকারী শিক্ষক স্বপন কুমার পাল , সিনিয়র শিক্ষক হালদার সহাদেব, শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক বিকাশ কুমার দে , কাকুলি রানী সহ প্রমূখ্য ।এবং অফিস সহকারী আল আমিন , উত্তম কুমার পাল , চন্দন ঘোষ , সুরাইয়া খাতুন, জামেলা খাতুন সহ সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় প্রধান শিক্ষক গৌতম কুমার দাস বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছাত্র জনতা তাদের নিজেদের জাতিসত্তা ও নিজস্ব ভাষা কে প্রতিষ্টিত করার জন্য শহীদ হয়েছিলো। সালাম, রফিক ,শফিক, জব্বার, আবুল বরকত সহ নাম না জানা আরো অনেকে রক্ত দিয়েছিলো, তার বিনিময়ে আমরা পেয়েছি আমাদের বাংলা ভাষা তাই তো আমরা বলি সালাম সালাম হাজার সালাম লাখো শহীদের অন্তরে।আমরা সবাই শুদ্ধ বাংলা ভাষাচর্চা করব।সভা শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।