তালায় বৃষ্টিতে কৃষকের স্বস্তি
ফারুক সাগর: ফাল্গুনের বৃষ্টি পাতে কৃষকের মনে স্বস্তি ফিরে এসেছে। সাতক্ষীরার তালা এলাকায় গত বৃহস্পতিবার দুপুর থেকে মুষলধারায় বৃষ্টি পাতের সাথে দমকা হাওয়া বইছে। সেই সাথে কোথায় কোথায় বজ্রপাতের ঘটনা ঘটে।দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তায় ছিলেন ইরি-বোরো ধান চাষীরা। মূলত ভূগর্ভস্থ পানি ব্যবহার করে চাষাবাদ করে এ অঞ্চলের কৃষক। কিন্তু বৃষ্টি না হওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর অনেক নীচে নেমে গেছে। আমাদের অতিরিক্ত ডিজেল ব্যয় হয় যা উৎপাদন খরচ বেড়ে যাই। সেই সাথে ধানের রোগ বালাই কম লাগে বলছিলেন,উপজেলার কাশিদা গ্রামের কৃষক মো:মোসলেম খাঁ। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন,চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার ১৫৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা এবার ছাড়িয়ে যাবে বলেন এই কৃষিবিদ কর্মকর্তা।